
- নিজস্ব প্রতিবেদক
- ·
- খুলনাঞ্চল
- ·
- ১৪ জানুয়ারী, ২০২৫ | দুপুর ৪:৩৭
নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারী, ২০২৫ | মঙ্গলবার | দুপুর ৪:৩৭
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১০ টি গ্রুপ নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত তুলে ধরেন।
কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আফিহা ও তার দলের সদস্য বলেন, তরুণ হিসেবে এমন এক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি- যেখানে দেশের খেটেখাওয়া মানুষ তাদের ন্যায্যমূল্য পাবে, যেখানে কারও বাক স্বাধীনতাকে হরণ করা হবে না, যেখানে মানুষ নিজের ভোটের অধিকার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারবে। এমন এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সবার শিক্ষার অধিকার নিশ্চিত হবে, বিশ্ববিদ্যালয়গুলো অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তি পাবে। যেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার বৈধ সিটের জন্য কারও তাঁবেদারি করতে হবে না। কোন নেতারা তাঁবেদারি করতে ছাত্র ছাত্রীরা ফুলের তোড়া নিয়ে রাস্তার দু'পাশে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে নিজের অস্তিত্বের পরিচয় দিতে কখনো কুণ্ঠাবোধ করবে না, এমন বাংলাদেশের স্বপ্নেই বিভোর আমরা, আমরা তরুণরা।
উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই মোঃ রাজেত,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ,, শিক্ষক আঃ রউফ,উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী ,শিক্ষার্থী বায়োজিদ হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে রাজনীতিবীদ, সাংবাদিক,শিক্ষক ও বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসার ছাত্র উপস্থিত ছিলেন।